বকশীগঞ্জে এলএসপিদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত

উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় পর্যায়ে কারিগরি সেবা নিশ্চিতকরণে লোকাল সার্ভিস পোভাইডারদের (এলএসপি) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম বাংলাদেশের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে স্থানীয় প্রকল্প কার্যালয়ে ১২ মার্চ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, কৃষি এবং অকৃষি নিয়ে কারিগরি সেবা বৃদ্ধি করার জন্য এসব এলএসপি স্থানীয় পর্যায়ে সেবা প্রদান করবেন। উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন।

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭ জন এলএসপি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং যার যার অবস্থান থেকে সেবা প্রদানের আশ্বাস দেন।