প্রত্যয় ক্রিকেটে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলের ম্যাচ জয়

ম্যাচ শেষে ম্যাচসেরার ট্রফি নিচ্ছে সিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কারণে সাময়িক বন্ধ থাকার পর ৯ মার্চ থেকে শুরু হয়েছে প্রত্যয় ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৩ শহীদ দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ক-গ্রুপের আজকের ম্যাচে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলকে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ দল।

খেলার শুরুতেই জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখার অধিনায়ক ইরাম টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ইরামের দল জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা সংগ্রহ করে ১৪১ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৫.২ বল খেলে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের সিয়াম। খেলায় আম্পায়ায়ের দায়িত্ব পালন করেন তুহিন সরকার জাবির ও নিহাদ জামান শ্রাবণ এবং স্কোরিং করেন সৌম্য দ্বীপ বসু।

ম্যাচ শেষে ম্যাচসেরা সিয়ামের হাতে ট্রফি তুলে দেন জামালপুর জেলা দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আনিসুর রহমান বিল্পব। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা ক্রিকেট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজুসহ দুইদলের অধিনায়ক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দল : ২০ ওভারে ১৪১/১০, ইরাম ২৯, সিয়াম ১১, মারুফ ০৪-০০-২২-০৩
বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল দল : ১৫.২ ওভারে ১৪২/৩, সিয়াম ৭২, আলিফ ২২, আবিদ ০১-০০-০২-০১, বিত্ত ০১-০০-০২-০১

ফলাফল : বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী দলের সিয়াম

টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল-প্রভাতী এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল-দিবা, হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।