জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালপুরে নারী দিবসে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘প্রজন্ম হোক সমতার’ সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় বকুলতলা চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নির্বাহী হাকিম হিরক কুমার দাস, জাতীয় মহিলা সংস্থা জামালপুর শাখার চেয়ারম্যান রাশিদা ফারুকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক হাসিনা বেগম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইউএন-ওমেন এন্ড খ্রীস্টান এইড প্রতিনিধি শামীমা খান, সনাক এর সহসভাপতি অজয় পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস।

জামালপুরে নারী দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম
জামালপুরে নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংঘ তৈরি ‘বিশ্বাস বৃক্ষে’ একজন বিদেশী নাগরিক মন্তব্য লেখেন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ব্র্যাক, অপরাজেয় বাংলাদেশ, ইউএন-ওমেন এন্ড খ্রীস্টান এইড, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ওয়ার্ল্ড ভিশন, টিআইবি-সনাক, বাংলাদেশ মহিলা পরিষদ, দুর্বার টেনওর্য়াক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীবৃন্দ, এফপিএবিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

আন্তর্জাতি নারী দিবসকে সামনে রেখে গত ৫ মার্চ নারী সমাবেশ, ৭ মার্চ রাতে আঁধার ভাঙা শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী জামালপুর সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্র জানায়।

অপরদিকে উন্নয়ন সংঘ চাইল্ড সিটিতে আজ দিনব্যাপী উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ক ‘বিশ্বাস বৃক্ষ’ তৈরি করে অবস্থানরত কর্মী অতিথি এবং বিদেশী নাগরিকগণ চমৎকার মন্তব্য লেখেন। এই অভিনব কার্যক্রম পরিচালনা করেন উন্নয়ন সংঘের জেন্ডার ফোকাল মিনারা পারভীন।