ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা অধিদপ্তর, ইসলামপুর পলবান্ধা ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজনে আস্থা প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ইসলামপুরের সহযোগীতায়, ইউএনএফপিএ এর অর্থায়নে আইন সালিস কেন্দ্র সহায়তায় সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন। এতে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য সানোয়ার হোসেন, স্বাবলম্বি উন্নয়ন সমিতির এস এম ও সুখরঞ্জন পাল, কেস ব্যবস্থাপক নার্গিস আরিফা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সামাজিক প্রতিষ্ঠান, রাস্তা, ঘাট, পরিবহনসহ সকল স্থানে নারী ও শিশুর প্রতি যেকোন নির্যাতন প্রতিরোধে সচেষ্ট থাকা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলাসহ ছেলে ও মেয়েকে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় ইউপি সদস্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।