নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মালবাহী ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ আরোহী নিহত হয়েছে। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা দক্ষিণ এলাকায় নকলা-তারাকান্দা আঞ্চলিক সড়কে ২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালকের সহযোগীকে আটক করেছে থানা পুলিশ।

আটক সহযোগী হলেন শেরপুর সদরের পভারিয়া বরইতার এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরহাদ (৩০)।

নিহতরা হলেন- বারমাইসা এলাকার সেলিম মিয়ার ছেলে মোটরসাইকেল চালক হামিদুল ইসলাম (১৫) ও হাসনখিলার আব্দুল হাকিমের ছেলে আরোহী মারুফ (১৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানান, হামিদুল ইসলাম দ্রুত বেগে মাটরসাইকেল চালিয়ে মারুফ নিয়ে বারমাইসা বাজারের দিকে যাওয়ার সময় ও মালবাহী ট্রাকটি বারমাইসা বাজার পার হয়ে নকলার দিকে আসার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারুফ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অবস্থায় হামিদুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তারাকান্দা নামক স্থানে মারা যায়।

ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।