ইসলামপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর থানা পুলিশ ২০ ফেব্রুয়ারি নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজারে এ সমাবেশের আয়োজন করে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আব্দুল বারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া।

এএসপি মো. সুমন মিয়া তার বক্তব্যে বলেন, জনগণের শান্তি নিশ্চিত করাই পুলিশের কাজ। জানমালের নিরাপত্তায় সব সময় পুলিশ সজাগ রয়েছে। নারী নির্যাতন রোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, নোয়ারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলাইমান মণ্ডল ফারাজ, উলিয়া এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদুল আলম ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক রাশেদুল ইসলাম বকুল, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ ঘুনু মিয়া, আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাকিউল ইসলাম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান।