জামালপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেলে তথ্যকেন্দ্র জামালপুর সদরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা বেগমের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা জামালপুরের নির্বাহী কর্মকর্তা মো. মোবারক আলীর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উঠান বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, এ জাতির মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। জাতির জনকের স্বপ্ন ছিল এদেশের মানুষ পেট ভরে ভাত খাবে। আজ দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ডিজিটাল বাংলাদেশে আজ প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে মোবাইল ফোন। মানুষ এখন খুব সহজেই সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা জামালপুরের চেয়ারম্যান বেগম রাশেদা ফারুকী, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপঅধিনায়ক মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। উঠান বৈঠকের সার্বিক সহযোগিতায় ছিলেন তথ্য সেবা কর্মকর্তা ইসমত আরা ইয়াসমিন, সহকারী কর্মকর্তা বিপাশা সুলতানা ও তমা সাহা।

এছাড়াও উঠান বৈঠকে স্থানীয় নারীকর্মীরা উপস্থিত ছিলেন।