সানন্দবাড়ীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

প্রতীকী ছবি

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সানন্দবাড়ীতে ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী ইসলামিয়া আলিম মাদরাসায় ৩ ফেব্রুয়ারি বাংলা ১ম পত্র ও কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী ডিগ্রী কলেজ ভেন্যু কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সানন্দবাড়ী, মিতালী, মৌলভীর চর, কাউনিয়ারচর, দীপশিখা উচ্চ বিদ্যালয় এবং সানন্দবাড়ী বালিকা, মৌলভীর চর বালিকা, কাউনিয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৮টি বিদ্যালয়ের ৬৮২ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে ৩ জন পরীক্ষার্থী অনুউপস্থিত ছিল।প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে ৭টি মাদরাসা থেকে ১৯৭ জন ছাত্রছাত্রী কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অংশ অনুষ্ঠিত হয়।