মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির ১০ দিনের কর্মসুচির অংশ হিসেবে ২৯ জানুয়ারি বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদল এ কম্বল বিতরণের আয়োজন করে।
জেলা যুবদলের সভাপতি মো. ফিরুজ মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
পরে প্রধান অতিথিসহ যুবদলের নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, তরিকুল হায়দার তুষার, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মনজু, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, যুবদলনেতা শফিউল্লাহ আকন্দ রাজু, মো. সেলিম খান, জহুরুল ইসলাম সজিব ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।