সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
২৬ জানুয়ারি জামালপুর-ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ২৫ জানুয়ারি বিকালে আওনা ইউনিয়নের এ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলস্টেশন এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওনা ইউনিয়নের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি ট্র্যাক মালিক সমিতির সভাপতি মুকুল মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ২৬ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটে নতুন আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। যা কিনা সরিষাবাড়ী তথা জামালপুরবাসীর জন্য আনন্দের বিষয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা।
উল্লেখ্য, এই রুটে নতুন ট্রেন চালু ২৩ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামালপুর এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায়, জামালপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ মিনিটে। এই এক্সপ্রেসটি জামালপুর ছাড়বে বিকেল ৫টা ৪৫ মিনিটে এবং তা ঢাকা এসে পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনের বিরতি স্টেশনের নামসমূহ- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, এ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি।
জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টি সহ সর্বমোট ৬২০টি আসনের ব্যবস্থা থাকবে।