বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার ৩৬টি হতদরিদ্র পরিবারকে ১৩ জানুয়ারি দুপুরে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগিতায়, বেরসকারি সংস্থা রেডীর বাস্তবায়নে এবং বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে সোলার প্যানেল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেল বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগনেতা সাকাওয়াতুল্লাহ সাকা, রেডীর বকশীগঞ্জ ব্যবস্থাপক আইনুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা, পৌরসভার কাউন্সিলর শাহীনুর রহমান, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল, কাউন্সিলর হারুন অর রশিদসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।