উপবৃত্তি পেল বকশীগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে ২ জানুয়ারি বিকালে উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

রৌশন ইদ্রিস অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, নিলক্ষিয়া সুইডবুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন, আজাদ আলোকিত বিশেষায়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, দুস্থ প্রতিবন্ধী কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লালমনি আক্তার।

বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগে ২১০ জন শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ৩৪ হাজার ২০০ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।