ইসলামপুরে উলিয়া এ এম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় উলিয়া এ এম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

২ জানুয়ারি দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল এতে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান শাহজাহান প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৬৫১ টাকা। দিয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে।