সানন্দবাড়ীতে নতুন বই উৎসব উদযাপিত

সানন্দবাড়ীতে নতুন বই উৎসবের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারি নতুন বই উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ফতেহুল বারী আকন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রেজাউল করিম লাভলু, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুসামা আকন্দ।

মিতালী উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মান্নান, আওয়ামী লীগনেতা আব্দুল মান্নান নান্নু, অভিভাবক সদস্য মিজানুর রহমান ।

এ ছাড়াও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর উচ্চ বিদ্যালয়, কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়, দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।

বক্তাগণ বলেন, বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই বিতরণ বর্তমান আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য।বই কিনতে না পারায় অনেক শিশুর লেখাপড়া বন্ধ হতো। এখন বইয়ের অভাবে কারো লেখাপড়া বন্ধ হচ্ছে না। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার জন্য শিক্ষা অবৈতনিক করবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।