জামালপুরে জাতীয় ভ্যাট দিবস পালিত

জামালপুরে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বের হয় শোভাযাত্রা। ছবি : ফজলে এলাহী মাকাম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর জামালপুরে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে শহরের স্টেশন বাজারে জেলা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট জামালপুর বিভাগের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট জামালপুর সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুছ।

এর আগে এক পথসভায় বক্তব্য রাখেন জামালপুর সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুর রহমান, তপন কুমার সাহা, মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা দেশের উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে সরকারকে সহযোগিতার অংশ হিসেবে প্রত্যেক নাগরিককে ভ্যাট দেওয়ার আহ্বান জানান।