বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ৬ ডিসেম্বর বিকেলে উদ্বোধন করা হয়েছে।

কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক এমদাদের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম জামশেদ খোন্দকার।

সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওমর আল ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পপতি এমদাদুল হক এমদাদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক মেসবাউল হক তুহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা, ধারাভাষ্যকার আবুল হোসেন ও লুৎফর রহমান প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে সূর্য্যনগর সানসিট একাডেমি ১-০ গোলে পাথরেরচর ফুটবল একাদশকে পরাজিত করেছে।