বকশীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

বকশীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান ইউএনও আ স ম জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) এর বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ স ম জামশেদ খোন্দকার।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের ব্যস্ততম জায়গা মালিবাগ এলাকায় সওজ এর দু’পাশে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দোকান ও স্থাপনা তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে। এতে করে পথচারীদের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। বিষয়টি বকশীগঞ্জ ইউএনও আ স ম জামশেদ খোন্দকারের নজরে এলে ৪ নভেম্বর দুপুরে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানের পর সাধারণ মানুষ ও পথচারীরা ইউএনও’র কর্মকান্ডে তাকে সাধুবাদ জানিয়েছেন।