চারতলা ভবন হচ্ছে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে

ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, প্রধান শিক্ষক মাহাবুব আলম, যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান লাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল অন্যান্যদের সাথে মোনাজাতে অংশ নেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ প্রকৌশলী ভবনটি নির্মাণ করবে।