বকশীগঞ্জে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ (ইইউ সিএসও)’ প্রকল্পের আওতায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা ২৩ অক্টোবর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে উন্নয়ন সংঘের ইইউ সিএসও প্রকল্পের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, জেলা নেটওয়ার্কের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক আফসার আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহীনা আক্তার, প্রধান শিক্ষক এস এম ওমর আল ফারুক, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, মোফাজ্জল হক আলম ও সিবিও সদস্য আব্দুস ছালাম।

জেলা নেটওয়ার্কের প্রথম সভায় নির্বাহী কমিটির মাধ্যমে কিভাবে এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্ব বাড়ানো যায়, এসডিজির বিভিন্ন অভিষ্ট, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা নেটওয়ার্কের সিবিও এবং সিএসও সদস্যরা উপস্থিত ছিলেন।