বকশীগঞ্জে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বকশীগঞ্জে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন,’ ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় মাস স্যানিটেশন অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প, ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও ইএসডিও’র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৫ অক্টোবর দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. তাহেরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ নাসরিন আক্তার, এফ এফ রাশেদ উর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রতিনিধি রফিকুল ইসলাম, ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, দিগন্ত সোসাইটির বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুন্দর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের প্রতিনিধি, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রতিনিধি , ইএসডিও’র প্রতিনিধি , উন্নয়ন সংঘের এমএনইচ প্রকল্পের প্রতিনিধি, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির প্রতিনিধি সাংবাদিক, জন প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেন।