বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দু’জন ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৯ অক্টোবর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার নঈম উপজেলার মিয়ার বাজারের দুজন ব্যবসায়ীকে কারাদণ্ড দেন।

জানা গেছে, ১ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়। বকশীগঞ্জ উপজেলাকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে কয়েকদিন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ৯ অক্টোবর দুপুরে বকশীগঞ্জ ইউনিয়নের নঈম মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আ স ম জামশেদ খোন্দকার।

এ সময় হোটেল মালিক সোহেল মিয়া (৪০) ও মনিহারী দোকান মালিক শাহজাহান মিয়াকে (৪২) নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।