মেলান্দহে বৃক্ষমেলা শুরু

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীকে স্মারক দেন অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল ফয়সাল, জেলা আওয়ামী লীগের সদস্য হাজি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ ও অতিথিবৃন্দের মাঝে স্মারক দেওয়া হয়।