ইসলামপুরের ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ সড়কে ধস

দেবে গেছে ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ ।  ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

জানা যায়, অতিবৃষ্টি ও গেল বন্যার কারণে ইসলামপুর-মাহমুদপুর সড়কে জিসিআর পাকা রাস্তায় চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ সেতুর দক্ষিণ পাশের এ্যাপোচ দেবে গেছে। উপজেলা সদরের সাথে বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকার লোকজনসহ পথচারীদের যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ওই এলাকার লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তার সেতুর এ্যাপোচ দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বন্যার পর ওই সেতুর এ্যাপোচ মেরামত করতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় কাজ নিম্নমানের হওয়ায় সেতুর এ্যাপোচ দেবে গেছে।

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, সেতুর এ্যাপোচ মেরামত কীভাবে করা হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, পথচারীদের চলাচলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।