সরিষাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন

যৌতুকের টাকা দিতে না পেয়ে স্বামী ও তার পরিবারে হাতে নির্যাতিত মলিদা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর)
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ার মলিদা বেগম ( ৩২) নামে এক গৃহবধূকে রড দিয়ে মেরে আহত করেছে পাষন্ড স্বামী। ২৯ আগস্ট দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মলিদা বেগমের ভাই ছোনায়ার হোসেন জানান, দুই বছর আগে মাজালিয়া এলাকার আরফান সরকারের ছেলে মোজাম্মেল হোসেন মোজার সাথে বিয়ে হয় মলিদা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে মলিদার স্বামী ও তার পরিবার। টাকা না দিতে চাইলে নানা সময় শারীরিকভাবে নির্যাতন করতো। ২৯ আগস্ট দুপুরেও বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। টাকা নেই বাবার কাছে এই কথা বলার সাথে সাথে লোহার রড দিয়ে মারতে থাকে মলিদাকে। এ সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিবো।