দেওয়ানগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা সৃষ্টির লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানা ২৮ আগস্ট সকালে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সভাপতি বাবু নারায়ন চন্দ্র সাহা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামিউল হক, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও কাউন্সিলর আক্কাস আলী, মাসুদ রানা, উপজেলা মহিলালীগের আহবায়ক নাজনীন বেগম, যুগ্মআহবায়ক রাশেদা আফরোজ ঋতু, যুব মহিলালীগের আহবায়ক সেলিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।