ইসলামপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরের ইসলামপুর উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর থানা পুলিশ ২৫ আগস্ট বিকালে থানা প্রাঙ্গণে এ মুক্ত আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল ও ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর সভাপতি জামাল আব্দুন নাসের চার্লেস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, সাংবাদিক খাদেমুল হকসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, ইমাম, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।