দেওয়ানগঞ্জে মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এডিস মশা নিধনের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ৩১ জুলাই সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয় হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আহমেদ সাফী, চিকিৎসক আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান, গ্রন্থাগারিক মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান।