ভাটারায় চান্তিক গার্মেন্টেসের ত্রাণ পেল ৩ হাজার বন্যার্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
ঢাকার সাভার এলাকার চান্তিক গার্মেন্টসের পক্ষ থেকে জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই সরিষাবাড়ী উপজেলার ভাটারা ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চারটি স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বাসিন্দা ও চান্তিক গার্মেন্টসের দুই মালিক জয়নুল করিম দুলাল ও জিয়াউল করিম রুবেল তাদের এলাকার বন্যার্তদের খাদ্য সহায়তা হিসেবে তিন হাজার পরিবারের জন্য চাল ও ডাল বরাদ্দ দেন। প্রতিটি পরিবারকে আট কেজি করে চাল ও এক কেজি করে মসুর ডাল দেওয়া হয়। ২৮ জুলাই সকাল থেকে দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার ভাটারা ও পার্শবর্তী সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চারটি স্থানে বন্যার্ত পরিবারের মাঝে এসব চাল-ডাল বিতরণ করা হয়।
ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ইউপি সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ এই ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।