নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ৪৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।

এ সময় ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাতসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।