দেওয়ানগঞ্জে গাঁজা ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি উসমান গণি ও সৈয়দ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৯ কেজি গাঁজা ও ১২০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ জুলাই উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চর চৌমহন গ্রামের আনছার আলীর ছেলে সৈয়দ আলী (২৮) ও একই উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে উসমান গণি (৩৫) ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) পলাশ কুমারসহ একদল পুলিশ ১৬ জুলাই রাতে সানন্দবাড়ীর নবীনাবাদ ঘাটে অভিযান চালায়। এ সময় ওই ঘাটে একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা তল্লাশীর সময় মাদক কারবারি সৈয়দ আলী ও উসমান গণিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও ১২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সরকার বলেন, গেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।