বকশীগঞ্জে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সোসিও ইকোনমিক ইমপাওয়ারমেন্ট উইথ ডিগনিটি অ্যান্ড সাসটাইনেবিলিটি (সিডস) প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ২৪ জুন উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্ট্রমি ফাউন্ডেশন, নরওয়ের অর্থায়নে পরিচালিত সিডস প্রকল্পের অবহিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা ইয়াসমীন স্মৃতি।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিডস প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক এস এসামসুদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সোনিয়া আক্তার, প্রধান শিক্ষক গাজী আলী আকবর, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

সভা থেকে জানা যায়, সিডস প্রকল্পের আওতায় সাধুরপাড়া, মেরুরচর ও ধানুয়া কামালপুর ইউনিয়নে পাঁচ বছর (২০১৯-২০২৩ সাল) স্থানীয় লক্ষিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ঝরে পড়া শিশুর শিক্ষা নিশ্চিত করা, আদিবাসী জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আর্থ সামজিক উন্নয়নে কাজ করা হবে।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউপি সচিব ও উন্নয়ন সংঘের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।