জামালপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে কর্মশালা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে জামালপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলা প্রশাসন ২০ জুন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব এ এইচ এম লোকমান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এহসান মাজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। এতে সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরাম।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিওকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।