জামালপুরে এনএসভিসি প্রকল্পের কর্মীদের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কার্যকর ব্যবস্থাপনা এবং সফল নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জামালপুরে এনএসভিসি প্রকল্পের আওতায় কর্মরত কর্মীদের নিয়ে ১৮ জুন শুরু হয়েছে তিনদিনব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সমন্বয়কারী শরিফ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের এমএন্ডই কর্মকর্তা উর্মিলা নকরেক।

জামালপুরে এনএসভিসি প্রকল্পের কর্মীদের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন। আগামী ২০ জুন প্রশিক্ষণ সমাপ্ত হবে বলে আয়োজক সংস্থা জানায়।