দেওয়ানগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে সকালে দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সভাপতি নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে ওপেন হাউজ ডে’র সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিবুর রহমান, ইউএনএফ এর জেলা সমন্বয়কারী আসাদ খান, মহিলা আওয়ামী লীগের নেত্রী নাজনীন বেগম, রাশেদা আফরোজ ঋতু প্রমুখ। সভা সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ মডেল থানার উপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সালাম।

সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন।