ইসলামপুরে ওষুধের দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

সেলিনা হারবালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২১ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে একটি হারবাল ওষুধের দোকানের মালিককে মেয়াদ উত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান ২১ মে দুপুরে ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখার দায়ে সেলিনা হারবালের মালিক আজিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজিজুর রহমান জরিমানা পরিশোধ করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।