আট বছর পর চাকরি ফিরে পেলেন সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ

কলেজে যোগদান করেন অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ আট বছর পর চাকরি ফিলে পেলেন সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন। ২১ মে দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান কলেজ ক্যাম্পাসে তাকে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও সুধীজনরা অধ্যক্ষ সুলতান সালাউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন জানান, ২০১১ সালের ১৮ মে তাকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত ও ২০১৩ সালের ৩ জুলাই চূড়ান্ত বরখাস্ত করা হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বোর্ডে তার বরখাস্তের বিরুদ্ধে একটি আবেদন করে এবং আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর অবশেষে তিনি চাকরি ফিরে পেয়ে কলেজে যোগদান করেছেন।