ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা

সভায় বক্তব্য রাখেন এলাকার প্রবীণ শিক্ষক গোলাম মোস্তফা প্রধান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সংসারের উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় পারিবারিক কাজে নারী, পুরুষের অংশগ্রহণ নিশ্চত করার লক্ষে ১৩ মে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ম্যানকেয়ার বিষয়ে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ শিক্ষক গোলাম মোস্তফা প্রধান। প্রাথর্শী ইউনিয়নের প্রধান বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম, এলাকার বিশিষ্ট শিক্ষক আহছানুল হক প্রমুখ।

সভায় এলাকার ৪০ জন নারী ও ২২ জন পুরুষ অংশ নেন। সংসারের কাজে স্বামী স্ত্রী মিলে মিশে কাজ করা বিশেষ করে গৃহস্থালী কাজে স্বামীর মানবিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রচার কাজ পরিচালনার জন্য এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।