বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সভা

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক পক্ষ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল দুপুর ২টায় বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিলাখিয়া পাবলিক কলেজে এ সভার আয়োজন করা হয়।

সচেতনতামূলক সভায় প্রধান আলোচক ছিলেন বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মো. মশিউল ইসলাম রঞ্জু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।

সভায় সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিকের বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইন সম্পর্কে পথচারী ও চালককে অবগত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।