বকশীগঞ্জে নারীর নেতৃত্বের প্লাটফর্ম গঠন ও শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারীর নেতৃত্বের প্লাটফর্ম গঠন ও শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্বের প্লাটফর্ম গঠন ও শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ২৭ মার্চ উপজেলা সম্মেলনকক্ষে ওই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, মেরুরচর এলায়েন্স কমিটির সভাপতি শাহিনা আক্তার, মাহমুদা বেগম প্রমুখ।

নারীর নেতৃত্বের প্লাটফর্ম গঠনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও অন্যান্য কর্মকর্তাদের সাথে প্লাটফর্মের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা পর্যায়ে নারীর নেতৃত্ব বিকাশ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সিবিও’র নারী নেতাদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি নারী প্লাটফর্ম গঠন করা হয়।

নারীর অধিকার আদায়, বাল্যবিয়ে প্রতিরোধ, কর্মক্ষেত্রে নারীর প্রবেশাধিকার, নারীদের মজুরিবিহীন কাজ কমিয়ে নিয়ে আসতে উদ্বুদ্ধকরণ এবং অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরণে ভূমিকা রাখা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে গঠিত নারী প্লাটফর্মের সদস্যরা।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংঘের কর্মকর্তা, বিভিন্ন গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) সদস্যরা অংশ নেন।