বকশীগঞ্জে বসত বাড়িতে হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে নারীদের স্বাবলম্বী করা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বসত বাড়িতে হাঁস পালন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল। প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার ও ফিল্ড ফ্যাসিলিটেটর রাশেদ উর রহমান।

প্রশিক্ষণে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

হাঁস পালনে মাচা নির্মাণ, রোগ প্রতিরোধ বিষয়ে দক্ষতা অর্জন, হাঁস পালনে প্রাথমিক ধারণা, টিকা প্রদান কৌশল ও রোগ নির্ণয় কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।