জামালপুরে সংসদ সদস্য মোজাফফর হোসেনকে সংবর্ধনা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ২৩ মার্চ বিকেলে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই কলেজ পরিচালনা পরিষদের নবনিযুক্ত সভাপতি সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপন, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, রানাগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, কলেজের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মো. বদরুল আলম ও অধ্যাপক মো. আব্দুল হালিম, শিক্ষক প্রতিনিধি মো. মাসুদুর রহমান, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের খোকা প্রমুখ।
এর আগে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন কলেজটির অধ্যক্ষের কক্ষে কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য ও সকল শিক্ষকদের সাথে সৌজন্য বৈঠক করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও কলেজ পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক দর্শক এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সর্বশেষ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত
- চলমান ‘লকডাউন’ ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি
- মেলান্দহে মাড়াই যন্ত্র বিতরণ
- মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরি, আটক ১
- বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু
- শেরপুরে বালু উত্তোলনের ইজারা বাতিল চেয়ে মানববন্ধন