সরিষাবাড়ীতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধে ১৯ মার্চ দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজে জামালপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ’ শীর্ষক সংবাদ সম্মেলন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার, সহকারী তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করে।

অনুষ্ঠানে বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম