
বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাজধানীতে বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। ১৯ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবরার আহমেদ চৌধুরী (২০) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সহকারী পুলিশ কমিশনার মামুন বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের উত্তরাগামী একটি বাস আবরারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চালক বাস ফেলে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা এসে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে এবং দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সূত্র : বাসস
																			
																		
										
																বাংলার চিঠি ডেস্ক :								 














