
জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর উদীচীর চতুর্দশ জেলা সম্মেলনে উদীচী জেলা সংসদের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৫ মার্চ গঠিত নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে সভাপতি এবং গৌতম সিংহ সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি স্বপন রহমান, তাপস কুমার বণিক, পার্থ প্রতিম নন্দী, রণজিৎ, বিশ্বাস খোকন, পার্থ প্রতিম দে ও সন্তোষ কুমার রাজভর।
সহসাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ ও এহসানুল হাসিব অনিক, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান স্বাধীন। সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ সৈয়দুজ্জামান শান্ত, রণজিৎ পোদ্দার, ফজলে এলাহী মাকাম, মাহতাসিম ইমাম অথৈ, ইকবাল হাছান ও গোবিন্দ সূত্রধর নিরব।
কার্যকরী সদস্যবৃন্দ মো. আবুল হাসনাত তালুকদার, শিউলী চৌধুরী, এস. এম. আবু সাঈদ রিফাত, হিল্লোল সরকার, আসানুর রহমান তুহিন, মেহেদী মাহমুদ খান শুভ্র, বিমল কুমার আর্য্য, মাফিজুর রহমান, সুশান্ত কুমার পাল ও সুবিনয় রায় তপু।