শাহবাজপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীদের ভোট প্রার্থনা

বর্ধিত সভায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বিকেলে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বর্ধিত সভার আয়োজন করে।

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান দুলাল, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ফনি, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

বর্ধিত সভায় চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এ কে এম মহসীনুজ্জামান। ছবি : বাংলারচিঠি ডটকম
বর্ধিত সভায় ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমিন লিটা। ছবি : বাংলারচিঠি ডটকম

বর্ধিত সভায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত হয়ে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান চশমা প্রতীকে ও জেলা শ্রমিকলীগের সদস্য আক্তারুজ্জামান বেলাল উড়োজাহাজ প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।