ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউতে সিঙ্গাপুরের চিকিৎসক দল

বাংলারচিঠি ডটকম ডেস্ক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। তার চিকিৎসায় সিঙ্গাপুর থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছেন। এদের মধ্যে একজন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্য দু’জন নার্স।

৩ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিন সদস্যের এই চিকিৎসকের দলটি হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে, ৩ মার্চ সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য চিকিৎসক কনক কান্তি বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যদি দেশীয় চিকিৎসকরা মনে করেন ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া লাগবে, তাহলেই কেবল নেয়া হবে। উনি এখনো আশঙ্কা মুক্ত নন। তাই এয়ার অ্যাম্বুলেন্সের রোগী বহনের সুযোগ-সুবিধাটাই মুখ্য। সিঙ্গাপুরের চিকিৎসকদল আসছে বলে জানতে পেরেছি। তারা এলেই সব ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ