‘বইওয়ালা’ পলান সরকারের দাফন সম্পন্ন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : পাঠাগারের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদক প্রাপ্ত ‘বইওয়ালা’ পলান সরকার। ২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘার বাউসায় হারুনুর রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিদ্যালয়টির ম্যানিজিং কমিটির সভাপতি ছিলেন তিনি। জানাজার ইমামতি করেন বাঘার বাউসা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবুল বাশার। পরে বাড়ির সঙ্গে গড়ে তোলা পাঠাগারের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা মোহাম্মদ শামসুদ্দীন, সরের হাট এতিমখানার পরিচালক সাদা মনের মানুষ শামসুদ্দিন সরকার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, বাঘার পৌরমেয়র আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র আক্কাস আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বাঘার বাউসার ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সূত্র: ডেইলি বাংলাদেশ