ইসলামপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত

জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘ভোটার হব ভোট দেব’ এ প্রতিপাদ্যে প্রথম বারের মতো সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানার কর্মকর্তা (তদন্ত) আনসার উদ্দিন, সাংবাদিক আব্দুস ছামাদ প্রমুখ।

দিবসটির অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।