ঝিনাইগাতীতে বিনামূল্যের বীজ ও সার পেল ১৫০ জন কৃষক

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। ২০১৮-১৯ মৌসুমে খরিপ-২ এর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ ও সার বিতরণ করে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা যুবলীগের য্গ্মুআহবায়ক শাহ আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে মুগডাল বীজ, দশ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার দেওয়া হয়।