বানারেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের মতবিনিময়

সক্রিয় মা দলের সাথে মতবিনিময় সভায় শিক্ষক ও সনাক সদস্যবৃন্দ। ছবি : টিআইবি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার বানারেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্রিয় মা দলের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে সনাক-টিআইবি জামালপুর শাখা। শিক্ষা খাতে দুর্নীতি, নারীর ক্ষমতায়নে বাধা-এই প্রতিপাদ্যের আলোকে ৩১ জানুয়ারি সকালে এই বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সক্রিয় মা দলের সমন্বয়ক হামেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুলতান আহমেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল মোতালেব, সনাক সদস্য রনজিৎ বিশ্বাস খোকন, অজয় কুমার পাল, অধ্যাপক মো. আব্দুল হাই প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়য়নে শিক্ষিত ও সচেতন মায়েদের ভূমিকা বেশি বলে মত প্রকাশ করেন। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন টিআইবির এলাকা ব্যবস্থাপক মো. আরিফ হোসেন।

মতবিনিময় সভায় জানানো হয়, সক্রিয় মা দলের ভূমিকার কারণে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, শ্রেণি কক্ষের পরিবেশ, বিদ্যালয়ের দেয়ালে নীতিবাক্য স্থাপন, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেটসহ সার্বিক সুযোগ সুবিধা আগের চেয়ে বেড়েছে। মতবিনিময় সভায় অভিভাবকদের সচেতন করতে বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের সাথে বিভিন্ন পাড়া এলাকায় সক্রিয় মা-দের নিয়ে সচেতনামূলক সভা করার পরিকল্পনা গৃহীত হয়। এ ছাড়াও ২০১৯ সালের জন্য সক্রিয় মা দলের একটি কর্মপরিকল্পনাও সভায় নির্ধারণ করা হয়।

জাগীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাঈম সক্রিয় মা দলের কার্যক্রম পর্যবেক্ষণ করতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।